মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৭দিন ব্যাপি উচ্চাঙ্গ সংঙ্গীত বিষয়ক কর্মশালার সমাপনী ও সনদপত্র প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষক জাবির ইমাম খান। ৭দিন ব্যাপি এ উচ্চাঙ্গ সংঙ্গীত বিষয়ক কর্মশালায় ৬৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। সনদপত্র প্রদান শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডর সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, সঙ্গীত শিক্ষক মো. শহিদুল ইসলাম, মঞ্জুরুল হক, দিলিপ কুমার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোশফিকুর রহমান মিল্টন।