রাজনীতি

সদর উপজেলার জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সাথে সদর এমপি’র মতবিনিময় সভা

By Daily Satkhira

May 10, 2017

মাহফিজুল ইসলাম আককাজ: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মতবিনিময় সভায় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকী, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক জজকোর্টের পিপি এ্যাড. ওসমান গনি, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এনামুল হক বিশ্বাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, জেলা আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ওছলে, ডা. মুনসুর আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ও পৌর কাউন্সিলর জ্যোন্সা আরা, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, আগড়দাঁড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালী, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক এস এম রেজাউল ইসলাম, এপিপি এ্যাড. তামিম আহমেদ সোহাগ, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, জেলা শ্রমিকলীগের সাবেক যুগ্ম সম্পাদক প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার নজরুল ইসলাম, প্রচার সম্পাদক হাসান হাদী, আগড়দাঁড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মুন্সি ইমাদউদ্দিন, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, বঙ্গবন্ধু জাতীয় ৪ নেতা পরিষদের সভাপতি জয়নাল আবদীন জোসি, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী, যুবলীগ নেতা শেখ শফিউদ্দিন শফি, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক জিয়াউর বিন সেলিম (যাদু) প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সাতক্ষীরা ০২ আসনে নৌকা প্রতিক নিয়ে বিজয়ী আওয়ামীলীগের দলীয় প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি তার সংসদীয় এলাকার উন্নয়নের রুপকার হিসেবে কাজ করে যাচ্ছে। এ উন্নয়ন কর্মকান্ডকে ব্যহত করতে একটি স্বার্থান্বেষী মহল দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। যারা দলের ভিতরে বিভেদ সৃষ্টি করে তারা আওয়ামীলীগের মঙ্গল চায় না। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামীলীগ কে শক্তিশালী করতে হবে। সাতক্ষীরার উন্নয়নে আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে আবারও মীর মোস্তাক আহমেদ রবিকে দেখতে চাই। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠন এবং সাতক্ষীরার উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামীলীগের দলীয় সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।