সাতক্ষীরা

সাতক্ষীরার ফিংড়ীতে ঐতিহ্যবাহি গাদনদাড়ী খেলা অনুষ্ঠিত

By daily satkhira

September 25, 2020

আবু ছালেক: শুক্রবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী যুব সংঘ আয়োজিত ৮ দলীয় নকআউট গাদনদাড়ী খেলার প্রথম রাউন্ডের শেষ খেলায় জোড়দিয়া একতা যুব সংঘ বিজয়ী হয়েছে।গ্রাম্য এলাকার ঐতিহ্যবাহি খেলা গাদনদাড়ী খেলা। ফিংড়ী যুব সংঘ আয়োজন করে ৮ দলীয় নকআউট চেয়ারম্যান কাপ গাদন দাড়ী খেলা, এলাকার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত,নারি পুরুষ সহ হাজারো দর্শকের সমাগম হয় মাঠে এক নজর গাদনদাড়ী খেলা দেখার জন্য। শুক্রবার মাঠে দর্শকদের উপচেপড়া ভিড়ের মধ্যে জোড়দিয়া একতা যুব সংঘ এবং দক্ষীন ফিংড়ী যুব সংঘের খেলয়াড়রা সেই ঐতিহ্যবাহি গাদন খেলা করে দর্শকদের মনমাতিয়ে তোলে। এরই মধ্যে শেষ পর্যায়ে টান টান উত্তেজনার মধ্যে মাত্র ১ মিনিট বাকি থাকতে জোড়দিয়া একতা যুব সংঘের মিজানুর রহমান কৌসলে ১ টি গাদন দিয়ে দর্শকদের মনমাতিয়ে জোড়দিয়া একতা যুব সংঘকে ১ গাদনে বিজয়ি করে দক্ষিন ফিংড়ী যুব সংঘকে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নিল জোড়দিয়া একতা যুব সংঘ।গাদনখেলা টেনশনের খেলা, খেলাকরে খেলয়াড়রা আর টেনশন করে দর্শকরা, কখন ১ টি গাদন হবে, আর কখন হৈ হল্লায় মেতে উঠবে দর্শকরা,ঠিক এমন মুহুর্তটা পেল মাত্র ১ মিনিট আগে, গাদন গাদন বলে চিৎকার করে উঠল খেলয়াড় সহ মাঠে উপস্হিত সকল দর্শকরা,মাঠ ভরা দর্শকদের সাথে মাঠে অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুর রহমান,রবিউল ইসলাম রবি, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ আজমির হোসেন বাবু।