বিনোদন ডেস্ক : ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতিদানকারী প্রথম নারী বীরকন্যা প্রীতিলতার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে।
আবার জানা গেল, প্রীতিলতা হয়ে রুপালি পর্দায় আসছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি।
মূলত দুটো খবরই সত্য। প্রীতিলতাকে নিয়ে দুটো ছবি নির্মিত হতে যাচ্ছে। যার সরকারি অনুদানের ছবিতে দেখা যাবে তিশাকে। আর বেসরকারি উদ্যোগের ছবিটিতে প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন পরীমনি।
২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে তিশা অভিনীত ছবিটির মহরত অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।
সেখানে বলা হয়েছে, কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে অনুদানের এ ছবিটি নির্মাণ হচ্ছে। ছবিটির প্রযোজনা ও পরিচালনা করছেন প্রদীপ ঘোষ।
নির্মাতা প্রদীপ বলেন, আমরা খুব শিগগির ছবির শুটিং শুরু করব। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই কাজে নামব।
ছবিতে তিশা ছাড়াও আরও অভিনয়শিল্পীরা হলেন মনোজ, মান্নান হীরা, মৃন্ময়ী রূপকথা, কামরুজ্জামান তাপু, ইন্দ্রানী ঘটক, অমিত রঞ্জন দে, সুচয় আমিন, পাশা মোস্তফা কামাল, মিজান রহমান, আহমেদ আলী, নাজমুল বাবু, সুধাংশু তালুকদার, আরিফুল ইসলাম হাবিব, পংকজ মজুমদার, তামিমা তিথি প্রমুখ।
এদিকে গতকালেরই খবর, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন রাশিদ পলাশ।
আর এতে নাম ভূমিকায় থাকছেন পরীমনি।
গত চার বছর আগেই এ ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন রাশিদ পলাশ। কিন্তু নানা প্রতিকূলতায় তা আর হয়ে ওঠেনি।
প্রযোজক সংকটে সব কিছুই আটকে যায়। এবার সেই সংকট কাটিয়ে শিগগিরই ছবিটি নির্মিত হতে যাচ্ছে। পরীমণি ছাড়া ছবিটির অন্যান্য শিল্পী ও কলাকুশলী বাছাই হলেই শুটিং শুরুর তারিখ জানানো হবে।