সাতক্ষীরা

সহমর্মিতা আর ভালোবাসা নিয়ে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে বললেন জেলা প্রশাসক

By Daily Satkhira

May 10, 2017

নিজস্ব প্রতিবেদক : মানুষের মধ্যে দ্বন্দ্ব, বিদ্বেষ, মারামারি সহিংসতা লেগেই রয়েছে। এরই মধ্যে সাতক্ষীরায় এই প্রথম সকল শ্রেণি পেশার মানুষ ও সকল রাজনৈতিক দলমত নিয়ে গঠিত ভালোবাসার মঞ্চ মানুষের মধ্যে দ্বিধা বিভেদ দূর করতে ভূমিকা রাখবে। এ মঞ্চে কোন আ.লীগ, বিএনপি বা জাতীয় পাটি থাকবে না। যে যেই দল করুক না কেন, ভালোবাসার মঞ্চে সবাই ভালোবাসার মানুষ। সাতক্ষীরায় ভালোবাসার মঞ্চের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন এসব কথা বলেন। তিনি বলেন, ভালোবাসার মঞ্চের প্রতিটি জেলায়, উপজেলায় এবং গ্রামে ফলোয়ার তৈরি করতে হবে। তবেই ভালোবাসার মঞ্চ একদিন পুরো বাংলাদেশে শক্তিশালী সংগঠন হিসেবে রূপলাভ করবে। আসুন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সহমর্মিতা আর ভালোবাসা নিয়ে একে অপরের পাশে দাঁড়ায়। চাই একটু সহানুভূতি স্লোগানে বুধবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা পোস্ট অফিস চত্বর থেকে ভালোবাসার মঞ্চের এক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে পোস্ট অফিস চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। ভালোবাসার মঞ্চের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আকরামুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বরুণ ব্যানার্জীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা রিপোর্টার্স

ইউনিটি’র সদস্য সচিব ও আজকের সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক ইয়ারব হোসেন, তালা প্রেসকাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম, পাটকেলঘাটা প্রেসকাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ডিবি পুলিশের এসআই সাইফুল ইসলাম। র‌্যালি ও সমাবেশে সাংবাদিক মাহাফিজুল ইসলাম আককাজ, আব্দুর রহমান, জাকির হোসেন মিঠু, এসএম পলাশ, মুনছুর আহমেদ, রায়হান, সৈয়দ মাসুদ রানা, শাহিনুর রহমান, নজরুল ইসলাম রাজু, অমিত কুমার, খলিলুর রহমান, আজিজুর রহমান, মানিক বাছাড়, জাহিদুল ইসলাম, তোহা খান, শিমুল, তুহিনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।