নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌর এলাকার মধ্যে সকল অবৈধ মৎস্যঘের উচ্ছেদ ও খাল সমূহ দখল মুক্ত করে পুন:খননের দাবিতে নাগরিক পথসভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার আয়োজনে শনিবার বিকাল ৫টায় শহরের পলাশপোল হাইস্কুল সংলগ্ন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন, পৌর ৮নং ওয়ার্ড নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি ডাঃ শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক মেহেদীআলী সুজয়, শিক্ষা সাহিত্য সম্পাদক ও প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি জাহিদা জাহান মৌ, সহ-সভাপতি হোসেন আলী, ইব্রাহিম খলিল, সাংবাদিক গাজী ফরহাদ হোসেন প্রমুখ। পথসভা পরিচালনা করেন, সংগঠনের দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন। পথসভায় বক্তারা বলেন, পৌর এলাকায় অবৈধভাবে মৎস্য চাষীদের কারনেই আজ সাতক্ষীরা শহর জলাবদ্ধতার কবলে পড়েছে। শহরের মানুষ অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করছেন। পৌর এলাকার মধ্যে মৎস্য ঘেরের উপর নিষেধাজ্ঞা থাকার পরও অনেক জনপ্রতিনিধি অবৈধভাবে মৎস্য ঘের করে জলাবদ্ধতা সৃষ্টি করছেন। অবিলম্বে পৌর এলাকায় মৎস্যঘের উচ্ছেদ পূর্বক জলাবদ্ধতা নিরসন এবং সকল খালসমূহ দখল মুক্ত করে পুন:খনেন দাবি জানান বক্তারা।