তালা

তালায় আর্ন্তজাতিক শান্তি দিবসের সমাপনি ও ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By daily satkhira

September 27, 2020

নিজস্ব প্রতিনিধি : তালায় আন্তর্জাতিক শান্তি দিবসের সমাপনি ও ফটোগ্রাফি প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা অগ্রগতি সংস্থার বাস্তবায়নে জিসার্পের আর্থিক সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাস্ট্র মন্ত্রণালয়ের তত্বাবধানে পিস কনসোর্টিয়াম (উগ্রপস্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্ত করন) প্রকল্পের আওতায় পিস ক্লাবের আয়োজনে ২৭শে সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফটোগ্রাফি প্রতিযোগিতার বিষয় ছিল ”সবে মিলে এক সাথে, সৌহাদ্য ও শান্তির পথে” নিদিষ্ট বিষয়ের উপর যে কোন সময়ের নিজের তোলা ২ কপি ছবি অনলাইনে পাঠানোর কথা ছিল। এবারের শান্তি দিবসের প্রতিপাদ্য বিষয় ”শান্তির পথে এক সাথে”। শান্তি, সম্প্রীতি ও সৌহাদ্য এই তিনটি বিষয়কে সামনে রেখে শান্তি দিবস পালন করা হয়। শান্তির পথে এক সাথে তারুন্যের উচ্ছ্বাসে নব জীবনে সম্প্রীতি ও সংহতির ঐক্যতানে সবে মিলে এক সাথে সৌহাদ্য ও শান্তির পথে। পক্ষকালব্যাপি আর্ন্তজাতিক শান্তি দিবসের প্রচারাভিযান ফটোগ্রফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরদার জাকির হোসেন চেয়ারম্যান তালা সদর ইউনিয়ন পরিষদ,মীর সামছুদোহা আকবর কল্লোল ইউ পি সদস্য তালা সদর,আঃজব্বার সভাপতি তালা প্রেসক্লাব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহাদ্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যুব সমাজের অনেক ভুমিকা থাকা দরকার। তাদের সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকতে হবে। খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। দেশের বিভিন্ন স্থানের পিস ক্লাবের সদস্যরা সামাজিক শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য নানা মুখি কার্যক্রম করছে। এটা সত্যিই প্রশংসার দাবিদার। পিস ক্লাবের এই কার্যক্রমকে আমি সাধুবাদ জানায় এবং পিস ক্লাবের কার্যক্রমে আমার সার্বিক সহযোগিতার ধারা অব্যাহত থাকবে। পিস ক্লাবের মাধ্যমে পিস কনসোর্টিয়াম প্রকল্পকে আমি আমার তালা উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর্ন্তজাতিক শান্তি দিবস সফল হোস স্বার্থক হোক এই কামনা করি। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট,মগ ও টি শার্ট প্রদান করা হয়। পুরস্কৃতরা হলেন মোঃখায়রুল আলম শুভ ও রানা ইসলাম তালা সাতক্ষীরা। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাব্বির হোসেন সদস্য তালা ইউনিয়ন পিস ক্লাব।