কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ০২ নং কাশিমাড়ী ইউনিডন তাঁতীলীগের উদ্যোগে মাহমুদপুর গণহত্যা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ শে সেপ্টেম্বর) বিকালে এ উপলক্ষে কাশিমাড়ী ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক শামীম আল মাসুদের সভাপতিত্বে প্লাকার্ড হাতে একটি বের হয়। র্যালীটি ইউনিয়ন তাঁতীলীগের কার্যালয় হতে শুরু হয়ে কাশিমাড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি এসএম সাহজাহান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। র্যালী শেষে ইউনিয়ন তাঁতীলীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য থাকে যে, ১৯৭১ সালের ২৯ সেপ্টেম্বর পাক হানাদার বাহিনীর একটি দল দুই শতাধিক রাজাকার ও আল বদরকে নিয়ে গোপালপুর উপজেলা সদর থেকে মাহমুদপুর গ্রামে গণহত্যা শুরু করে। এসময় পাক হানাদার বাহিনী শতাধিক নিরীহ মানুষ আটক করে পানকাতা গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে ব্রাশ ফায়ার করে। এদের মধ্যে ১৮ জন শহীদ হন। সেই হিসেবে এই দিনটিকে মাহমুদপুর গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়।