আন্তর্জাতিক

বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্ত ৩৬ জনের সবাই খালাস

By daily satkhira

September 30, 2020

অনলাইন ডেস্ক : বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্ত ৩৬ জনকেই বেকসুর খালাস করেছে ভারতের আদালত। বাবরি ধ্বংস পূর্ব পরিকল্পিত নয়, বলেছেন বিচারক। রায় পড়েছেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দেন লালকৃষ্ণ আডবাণী, উমা ভারতীরা। আজ রায় ঘোষণার পরই অবসর নেওয়ার কথা রয়েছে বিচারক সুরেন্দ্রকুমার যাদবের।

বাবরি ধ্বংস মামলায় মোট ৪৯ জন অভিযুক্তের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের অশোক সিঙ্ঘল, শিবসেনার বাল ঠাকরে, অযোধ্যার পরমহংস রামচন্দ্র দাসের মতো ১৭ জন এরই মধ্যে মারা গেছেন। বাকি ৩২ জনের হয়ে প্রতিনিধিত্ব করছেন আইনজীবী কেকে মিশ্র।

প্রায় তিন দশক পর বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় হলো আজ। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল।

সূত্র: আনন্দবাজার