পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগর-শ্যামনগর এবং নুরনগর-কালিগঞ্জ, নুরনগর-পরানপুর সহ ছোট রাস্তা গুলোতে অপ্রাপ্ত বয়সের ৪র্থ শ্রেণীতে পড়–য়া ছেলেরা চালাচ্ছে ব্যাটারী চালিত ভ্যান। এ করনে সব সময় রাস্তায় ঘটছে দূর্ঘনা। গতকাল সকাল ১০টার দিকে নুরনগর ত্রিমোহনী মোড়ে ব্যাটারী ভ্যান স্টান্ডে ভ্যানে ৫/৬জন যাত্রী সহ এমনই একজন অপ্রাপ্ত বয়সের ছেলে হাজির হলে নুরনগর ব্যাটারী ভ্যান সমিতির সভাপতি আব্দুল গফফার ভ্যান সহ তাকে কিছুক্ষণ আটক রাখে এবং আর কোন দিন ভ্যান নিয়ে রাস্তায় বাহির হবে না সর্তে ছেড়ে দেন। এসময় তিনি বলেন ব্যাটারী চালিত ভ্যান চলছে কোন রকম নিয়মনীতি না মেনেই। অদক্ষ চালক দ্বারা চালিত হচ্ছে এই ভ্যান, মটর সাইকেলের মত পিকআপ মোড়া দিলেই চলে এই ভ্যান, তাইতো লাগামহীন গতি তাদের। যেমন গতি তেমন ব্রেক কন্ট্রোল না থাকায় দূর্ঘটনা ঘটছে প্রতি নিয়ত। দূর্ঘটনায় একাধিক মানুষের প্রান গেলেও নিয়ন্ত্রিত ভাবে ব্যাটারী চালিত ভ্যান চালাচ্ছেনা বলে অভিযোগ করেছেন তিনি। বিগত কয়েক দিন ধরে নুরনগর ব্যাটারী ভ্যান সমিতির সভাপতি আব্দুল গফফার নিজে রাস্তায় দাড়িয়ে সু-শৃঙ্খল ভাবে ব্যাটারী ভ্যান চালানোর কথা বললেও কেহ নাকি কর্নপাত করছে না। এছাড়া ভ্যানের নির্দিষ্ট চালক বসার জায়গা থাকলেও চালক তার স্থানে না বসে, পাশে পাড়াংয়ে বসে ভ্যান চালাতে দেখা গেছে। একটি ভ্যানে চার জন যাত্রীর জায়গায় তারা ছয় থেকে আট জন যাত্রী নিয়ে প্রচন্ড গতিতে দাপিয়ে বেড়াচ্ছে উক্ত রাস্তা গুলোতে। অত্র এলাকায় এত বেশি ব্যাটারী ভ্যান চলছে যে রাস্তা যেন তাদের দখলে। নুরনগর ত্রিমোহনী মোড় ও বাজার এলাকায় শ-খানেক ব্যাটারী ভ্যান প্রর্তেকদিন প্রচন্ড যানজটের সৃষ্টি করছে বলে জানান ভুক্তভোগীরা। প্রতিনিয়ত ব্যাটারী ভ্যানে অনেক দূর্ঘটনার খবর পত্রিকার পাতায় দেখলেও ব্যাবস্থা গ্রহনের কেহ কি নেই? এমন অভিমত ব্যাক্ত করেছেন এলাকার সচেতন মহল। প্রশাসনিক কোন প্রকার বাধা না থাকায় অপ্রাপ্ত বয়সের ছেলেদের ব্যাটারী চালিত ভ্যান চালাতে দেখা যাচ্ছে এখনও। এবিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।