সাতক্ষীরা

সাতক্ষীরার পাটকেলঘাটায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

By daily satkhira

October 01, 2020

আসাদুজ্জামান : সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের কেশা-দাশপাড়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, কেশা-দাশপাড়া এলাকার একটি ডোবার মধ্যে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল ওই গলিত মরদেহটি উদ্ধার করে। তিনি জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া এখনও তার নাম পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।##