আন্তর্জাতিক

কঙ্গোয় বিমানবন্দর রক্ষার দায়িত্ব পেলো বাংলাদেশের নারী শান্তিরক্ষীরা

By Daily Satkhira

October 02, 2020

অনলাইন ডেস্ক : জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজের অংশ হিসেবে ডিআর কঙ্গোর মনুস্কো বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের পুলিশের নারী শান্তিরক্ষীরা। শুক্রবার (২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এ ক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর এই তথ্য জানায়।

জাতিসংঘ পরিচালিত কঙ্গোর এই বিমানবন্দরটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। যার সুরক্ষা দিতে পেরে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা অত্যন্ত গর্বিত। বাংলাদেশ থেকে ৮ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দরের নিরাপত্তায় রয়েছেন ব্যানএফপিইউ-১, রোটেশন -১৪ এর শান্তিরক্ষী পুলিশ সদস্যরা।

এই রোটেশনের কমান্ডার মেরিনা আক্তার বলেন, ’আমরা শুধু দেশের মাটিতেই নয়, বিদেশি বিভূঁইয়ে জাতিসংঘের পতাকাতলে অত্যন্ত মর্যাদা ও গর্বের সঙ্গে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। কঙ্গোর এই বিমানবন্দরটির নিরাপত্তা বিধান করা নিশ্চয়ই আমাদের জন্য এক বিরাট বড় চ্যালেঞ্জ। আমরা অত্যন্ত আশাবাদী, বরাবরের মতোই এবারেও আমরা সফল হবো। জাতিসংঘের ম্যান্ডেট মেনে আমরা নির্মোহভাবে কঙ্গোবাসীর জন্য শান্তির অভিপ্রায়ে কাজ করে চলেছি নিরন্তর।’

দেশের অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তি রক্ষার পাশাপাশি বিদেশ বিভূঁইয়ে সংঘাতময় দেশসমূহ বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীদের এই অভিযাত্রা কঙ্গো বাসীর মনে জাগিয়েছে নতুন আশা।

প্রসঙ্গত, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা বাহিনীর অংশগ্রহণের দিক থেকে বাংলাদেশের অবস্থান সবার ওপরে।