সাতক্ষীরা

সেবা সংসদের উদ্যোগে বাবুলিয়ায় ফ্রি টেলিমেডিসিন ক্যাম্প

By daily satkhira

October 02, 2020

সেবা সংসদের উদ্যোগে বাবুলিয়ায় ফ্রি টেলিমেডিসিন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত ক্যাম্প অনুষ্ঠিত হয়। ৪৮ জন দুস্থরোগীদের স্বাস্থ্য সেবা প্রদানের মাধ্যমে সেবা সংসদ বাবুলিয়া তাদের চিকিৎসা সহায়তা কার্যক্রম শুরু করবে। হৃদরোগ, পক্ষঘাত, রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসাপত্র ও ঔষধ বিতরণের ব্যবস্থা করা হয়। ভার্চুয়াল পদ্ধতিতে ৮ জন দেশি বিদেশী চিকিৎসকের পরামর্শক্রমে এই টেলিমেডিসিন চিকিৎসা কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলো সাড়া, অন্বেষা, অঙ্কুর নামক স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন। সংগঠনের সমন্বয়কারী চিত্তরঞ্জন সরকার সার্বিক দিক নিদের্শনা দেন। সরকারি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মোঃ গোলাম সরোয়ার স্থানীয়ভাবে বিভিন্ন পরামর্শ দেন। সেবা সংসদের সভাপতি সারাই মোঃ কওছার শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমাদের সামর্থবান ব্যক্তিরা যদি কমপক্ষে একজন পঞ্চাশ এর নি¤œ বয়সের জটিল রোগীর দায়িত্ব দেন তবে আমাদের এলাকায় স্বাস্থ্য সেবার সুবাতাশ বইবে। মানুষকে সেবা করা সৃষ্টিকর্তার ইবাদত তুল্য বলে তিনি মনে করেন। সংগঠনের স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক রজব আলী, ডাঃ ঈসরাঈল, মহিবুল্লা, মাস্টার রমেশ ঘোষ, মাস্টার জুলফিকার আলী, ডাঃ শাহীন, সাংবাদিক মিনাল নেওয়াজ, ইউপি সদস্য শামছুর রহমান, মোঃ রায়হান, আরিফ প্রমুখ। বিশেষ অতিথি ছিলেন, উন্নয়ন কর্মী মোঃ আব্দুস সবুর। উল্লেখ্য: সেবা সংসদ ইতোমধ্যে আটশতাধিক বিভিন্ন প্রজাতির ঔষধী, বনজ, ফলজ, শোভাবর্ধনকারী, কলম ও চারাগাছ বিতরণ এবং রোপন করেছে। বর্তমানে এ কার্যক্রম অব্যাহত আছে। প্রেস বিজ্ঞপ্তি