কালিগঞ্জ

কালিগঞ্জ বাজা‌রে অ‌বৈধভা‌বে দোকানঘর নির্মান করায় ৪ ব‌্যা‌ক্তি‌কে কারাদন্ড

By daily satkhira

October 02, 2020

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ কালিগঞ্জে অ‌বৈধভা‌বে বাজা‌রের পে‌রি‌ফে‌রি ভূত্ত সরকারি জমিতে দোকান ঘর নির্মাণ করার অভিযোগে দোকান মা‌লিকসহ ৪ ব‌্যা‌ক্তি‌কে কারাদণ্ড দি‌য়ে‌ছে ভ্রাম‌্যমান অাদালত। বৃহস্পতিবার রাত ১২টার দি‌কে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক রাসেল অ‌ভিযান পরিচালনা করেন। দণ্ড প্রাপ্তরা হ‌লেন দোকান মালিক নারায়নপুর গ্রামের মৃত অাব্দুল গফফারের ছেলে অাবু হাবিব, মৃত মোবারক কা‌রিকরের ছেলে মোশারফ হোসেন, ও তার ছেলে কবির হোসেন। এবং কর্মরত শ্রমিক একই এলাকার মৃত রেজাউল মোড়লের ছেলে মুস্তাফিজ, আমজাদ সরদারের ছে‌লে সুজন, কওসার আলির ছেলে অাফছার অা‌লি। ভ্রাম‌্যমান অাদাল‌তের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ প্রতিনি‌ধি‌কে জানান, উত্তর কা‌লিগঞ্জ পুরাতন বাজারের পে‌রি‌ফে‌রি ভূক্ত সরকারি সম্পত্তিতে অবৈধ দোকানঘর নির্মান করায় দোকান মালিক‌কে ১৫ দিন এবং সা‌থে থাকা তিন শ্রমিককে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। সা‌থে সা‌থে অবৈধ ‌নি‌র্মিত অ‌বৈধ স্থাপনটি অপসারণ করা হয়েছে। ভবিষ্যতে কেউ য‌দি সরকারি সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে তা‌দের বিরু‌দ্ধে কঠোর ব‌্যবস্থা নেওয়া হ‌বে।