আশাশুনি

বড়দলের আইয়ুব ও তার সহযোগীদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা কমান্ডারের সংবাদ সম্মেলন

By Daily Satkhira

May 10, 2017

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আকের আলী গাজী বলেনÑ তার এলাকার হিজবুল্লাহর যুব সংঘের সভাপতি আইয়ূব সরদার, তার সহযোগী জামাত নেতা শামসুর গাজী ও স্বাধীনতাবিরোধী পরিবারের ছেলে সুমন সানা প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করেন। এ বিষয়ে মোঃ নুরুজ্জামান মালী আশাশুনি থানায় মামলা দায়ের করেন এবং তাদের গ্রেফতারের দাবি জানান। একই সাথে বিচারের জন্য বড়দল ইউনিয়নের মুক্তিযোদ্ধারা, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, স্বেচ্ছা সেবক লীগ, ছাত্রলীগ যুবলীগ গত ১ মে তারিখে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। এ খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়। বুধবার দুপুরে সাতক্ষীরায় এক সংবাদ সম্মেলন করে আকের আলী গাজী, নুরুজ্জামান মালী ও মোঃ আব্দুল আজিজ এ তথ্য জানিয়ে বলেন, মানববন্ধনের পর আইয়ুব সরদার তার অপরাধ জগতকে আড়াল করতে ৩ মে তারিখে তার স্ত্রী শাহিনা খাতুনকে দিয়ে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেন। সে খবরও সংবাদপত্রে পড়েন সবাই। এই সংবাদ সম্মেলনে আইয়ুব আলী সেদিনের মানববন্ধনকে জামাত শিবির ও জঙ্গিদের মানববন্ধন বলে উল্লেখ করে মিথ্যাচার করেছেন এবং মুক্তিযোদ্ধা ও সহযোগীদের সম্মানহানি করেছেন। সংবাদ সম্মেলনে আকের আলী এসবের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, শাহিনা খাতুন প্রধানমন্ত্রীকে কটূক্তি না করারও দাবি করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, আইয়ুব সরদার এ এলাকায় সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকা- ছাড়াও সন্ত্রাসী ও নাশকতা কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তারা পুলিশের দালালি করে ও তাদের ছত্রছায়ায় থেকে জনগণের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা, বনদস্যুদের আশ্রয় প্রশ্রয় দেওয়া, কাঠ পাচারকারী, হরিণ শিকারী ও বাঘের চামড়া পাচারকারীদের সহায়তা করছে। আইয়ুব সরদার, শামসুর গাজী ও সুমন সানাসহ অন্যদের বাঁচানোর লক্ষ্যে মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন বলে তিনি দাবি করেন। তিনি অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানান।