কালিগঞ্জ

কা‌লিগ‌ঞ্জে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার

By daily satkhira

October 04, 2020

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ কা‌লিগ‌ঞ্জে সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা তাকে সার্জিক্যাল ক্লি‌নি‌কে ভর্তি করে চিকিৎসা দিয়েছে। পরে নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। রোববার বি‌কেল ৬টা দি‌কে উপ‌জেলার গোলখালী শ্মশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘের মালিক ইসরাইল গাজী, আবদুস সাত্তার ও পঞ্চানন মন্ডল জানান, গোলখালী বিলে তাদের মাছের ঘের রয়েছে। রোববার বিকেলে তারা মৎস্য ঘের যাচ্ছিলেন। শ্মশান ঘাট থেকে প্রায় ১০০ গজ দূরে পৌঁছালে সড়কের পাশে বসবাসকারী স্থানীয় নারীরা কৌতুহলবসত ব্যাগের ভিতর কি জিনিস ঝুলানো আছে তাদেরকে দেখতে বলেন। তারা বাজারের ব্যাগ খুলে দেখতে পায় সদ্য ভুমিষ্ট একটি নবজাতক ছেলে শিশু। এ সময় তারা তড়িঘড়ি করে নবজাতক শিশুকে সদরের সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করে। ক্লিনিকের ডাক্তার শেখ মাসুদুর রহমান জানান, বর্তমানে শিশুটি সুস্থ্য র‌য়ে‌ছে। আমরা সকল ধরনের চিকিৎসা দিয়েছি। খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ক্লিনিকে উপস্থিত হয়ে নবজাতক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনি ব‌লেন, উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভা‌গের চিকিৎসক ডাঃ গোলাম মোস্তফা বলেন, নবজাতকটি বর্তমানে সুস্থ্য আছে।