মুক্তির আগ থেকেই আলোচনার তুঙ্গে। আর পরে তো টালমাটাল অবস্থা।
যারা দেখেছেন তারা ছাড়াও যারা কাহিনী শুনেছেন তাদের মনেও জেগেছে অসংখ্য প্রশ্ন আর ভালোলাগা। বলছিলাম ‘বাহুবলী ২’ সিনেমার কথা।
পর্দায় আসার মাত্র ৮ দিনেই পকেটে পুরেছেন ১ হাজার কোটি টাকা। অথচ সেই ‘বাহুবলী ২’ নাকি কয়েক কোটি লোকসানও গুনেছে।
এমন চমকে যাওয়ার মতো খবর দিলেন ছবির পরিচালক এসএস রাজমৌলি এবং নায়ক প্রভাষ।
এর পেছনে কারণ হিসেবে তারা কাঠগড়ায় তুলছেন পাইরেসিকে। তাদের দাবি, ‘বাহুবলী ২’ প্রচুর পরিমাণে পাইরেসি হয়েছে। যেটার কারণে কোটি কোটি টাকা লোকসান হয়েছে তাদের। তাছাড়া টাকার অংকটা কম করেও হলে ১০০ কোটি বলে দাবি ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের।