শ্যামনগর

শ্যামনগরের ক্ষতিকর ও উপকারী পোকার উপস্থিতি বোঝার আলোক ফাদ স্থাপন

By daily satkhira

October 05, 2020

কাশিমাড়ী প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর গোবিন্দপুর ব্লকের দেওলে ক্ষতিকর ও উপকারী পোকার উপস্থিতি বোঝার জন্য আলোক ফাদ স্থাপন করা হয়েছে। রোববার (০৪অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চলতি আমন মৌসুমে ধানের ক্ষতিকর ও উপকারি পোকার উপস্থিতি অবগতির জন্য আলোক ফাঁদ স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব এনামুল ইসলাম, এসএপিপিও জিয়াউল হক, এসএএও জিএম মাহফুজুর রহমান, এসএএও সামছুর রহমান, কৃষক রনজিত, আব্দুল খালেক, কামরুল ইসলাম, জাহিদুল, কবির প্রমুখ। আলোক ফাঁদে পোকার উপস্থিতি কম ছিল।