আশাশুনি

আশাশুনিতে নদী ভাঙ্গন রোধে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

By daily satkhira

October 06, 2020

আশাশুনি প্রতিনিধি: নদী ভাঙ্গন রোধে আশাশুনিতে চলমান সংঘের উদ্যোগে কেওড়া বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে চলমান সংঘ এর কার্যালয় সংলগ্ন মরিচ্চাপ নদীর চরে কেওড়া গাছের চারা রোপনের মাধ্যমে এ বৃক্ষরোপন উদ্বোধন করা হয়। বৃক্ষরোপনকালে চলমান সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দীপন কুমার মন্ডল, রবিউল ইসলাম ছোট, সাহেব আলী, আহসান উল্লাহ বাবলু, রজব আলী, জগদীশচন্দ্র সানা, ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় চলমান সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, নদী ভাঙ্গন এবং সামাজিক বনায়ন গড়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির অংশহিসেবে মরিচ্চাপ নদীর চরে যে কেওড়া বৃক্ষ রোপণ করা হচ্ছে তাতে করে সবুজ বনায়ন এর পাশাপাশি নদী ভাঙ্গন কবলিত এলাকা ভাঙ্গন থেকে রক্ষা পাবে এবং একটি সুন্দর পরিবেশ গড়ে উঠবে।