শ্যামনগর

নওয়াবেঁকীতে বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

By Daily Satkhira

May 10, 2017

শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলার ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদে বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প (মেডিসিন) অনুষ্ঠিত হয়েছে। বুধবার পলীø কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর অর্থায়নে, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর বাস্তবায়নে “সমৃদ্ধি কর্মসূচির” উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের এইচ, এম, মামুনুর রশিদ এর সভাপতিত্বে ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু সালেহ বাবু। দিন ব্যাপী উক্ত ক্যাম্পে আটুলিয়া ইউনিয়নের ১৬২ জন রোগিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোঃ আসাদুজ্জামান এমবিবিএস(ঢাকা), বিসিএস(স্বাস্থ্য) এমডি মেডিসিন (বিএসএমএমইউ, (ঢাকা), ডাঃ মোঃ আজমল হোসেন এমবিবিএস, বিসিএস, মেডিসিন, সদর হাসপাতাল  সাতক্ষীরা। এছাড়া সার্বিক তত্বাবধায়নে ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সকল কর্মকর্তা-কর্মী। ক্যাম্পে আগত বিভিন্ন রোগী এধরনের চিকিৎসা সেবা পেয়ে পিকেএসএফ এবং এনজিএফ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।