সাতক্ষীরা

সাতক্ষীরায় নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে সচেতনতা মুলক প্রচারণা

By daily satkhira

October 07, 2020

জেন্ডার ভিত্তিক ন্যায় বিচারের প্রচার: পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্কে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতিসহিংসতা হ্রাসকরণ প্রকল্পের আওতায় ব্র্যাক এর সহযোগিতায় ও ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলায় নারী ও শিশুরপ্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১০ দিনব্যাপী ২ টি ইজিবাইকে সচেতনতা মুলক প্রচারণার শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় উক্ত প্রচারণা অনুষ্ঠানে এস কে আশরাফুল মাশরূদ, জেলা সমন্বয়কারী, ব্র্যাক এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. কে. এম শফিউল আযম, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরা। প্রধান অতিথি ১০ দিনব্যাপী প্রচারণার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষনা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতেমা জোহরা, প্রোগ্রাম অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরা ও মোঃ শরিফুল ইসলাম, অফিস ইনচার্জ, ব্রেকিং দ্য সাইলেন্স, সাতক্ষীরা। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান টিটু, প্রজেক্ট কো-অর্ডিনেটর, ব্রেকিং দ্য সাইলেন্স, সুব্রত সানা, আব্দুল মান্নান, মনির হাসান, শিমুল হোসেনসহ মহিলা বিষয়ক অধিদপ্তরএর কর্মকর্তাকর্মচারী বৃন্দ। প্রচারণা মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরা কার্যালয় থেকে শুরুকরে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোড়ে মোড়ে, হাট-বাজারে, জনসমাগম স্থানে প্রতিদিন সকাল ০৯ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত প্রদক্ষিণ করবে। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সময়ে বাল্যবিবাহ, শিশু ও নারী ধর্ষণ, হত্যা, যৌন হয়রানি, পারিবারিক নির্যাতন, জেন্ডার ভিত্তিক সহিংসতাবৃদ্ধি পেয়েছে। সকল মানুষের মধ্যে দরকার জনসচেতনতা। পরিবারের নারী-পুরুষ উভয়ে মিলে গৃহস্থালী সব কাজ ভাগাভাগি করে করব। এর ফলে সময় যেমন কাটবে আবার সবাই বিশ্রামের সমান সুযোগ পাব। পরিবারের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব স্বামী-স্ত্রী উভয়ের। ছেলে মেয়েদের লালন-পালনএবং গৃহস্থালীর কাজকর্মে স্বামী-স্ত্রী উভয়ের অংশগ্রহণ নিশ্চিত করব। প্রেস বিজ্ঞপ্তি