শ্যামনগর প্রতিনিধি : “দৃষ্টি জুড়ে আশা” এই স্লোগানকে সামনে রেখে মুজিব বর্ষে স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্য চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহঃস্পতিবার (৮ই অক্টোবর) “বিশ্বদৃষ্টি দিবস” ২০২০ উপলক্ষে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে ব্র্যাক স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির আওতায় ব্র্যাক ভিশন সেন্টার শ্যামনগর, সাতক্ষীরা এর পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত সেবা কার্যক্রম যথারীতি ৮ ও ১০ ই অক্টোবর চলবে। এই কর্মসূচির আওতায় ৫০ জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক এর শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ গোলাম আযম এবং ভিশন সেন্টারের কর্মসূচি সহায়তাকারী আফজালুর রহমান, অফথালমিক অ্যাসিস্ট্যান্ট তানিয়া আক্তার ও আফরোজা আফরিন এবং অফিস সহকারী সৈকত বিশ্বাস প্রমুখ।