আসাদুজ্জামান : সাতক্ষীরা শহরের চালতেতলা বাজারে আমে কার্বাইডসহ ক্ষতিকারক ক্যামিক্যাল মেশানোর সময় এক লাখ টাকা মূল্যের ৫০ মণ আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে সরকারি আদেশ অমান্য করে নির্দিষ্ট সময়ের আগেই আম পেড়ে তাতে কার্বাইডসহ ক্ষতিকারক কেমিক্যাল মেশানোর সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু তালেব এ আমগুলো জব্দ করেন। তবে, এসময় দুজন শ্রমিককে পাওয়া গেলেও আমের মালিককে পাওয়া যায়নি। তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় এবং জব্দকৃত আমা ট্রাকের চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পেশকার জগদীশ বিশ্বাস জানান, শহরের অদূরে বাটকেখালী, কুখরালী ও তার আশেপাশের এলাকায় অপরিপক্ব আম ভেঙে তাতে কার্বাইড ক্যালসিয়াম মিশিয়ে জেলার বাহিরে পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চালতেতলা বাজারের তপনের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে মজুদ রাখা আমে কার্বাইড মেশানোর সময় উক্ত আমগুলো জব্দ করা হয় এবং পারখুখররালী গ্রামের শহিদুজ্জামান ও জাহিদ হোসেন নামের দুই শ্রমিককে আটক করার পর তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। পরে আমগুলো ট্রাকের চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়। তবে, আমের মালিক পারকুখরালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইলিয়াস হোসেন এ সময় পালিয়ে যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা তাকে আটক করতে সক্ষম হননি বলে তিনি আরো জানান।