নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে বন্যা কবলিত উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসুস্থ রোগীদের জন্য খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতারণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় প্রতাপনগর ইউনিয়নের লস্করী খাজরায় ইউপি চেয়ারম্যানের বাসভবনে এসব বিতারণ করা হয়।দুপুর ১২ টা থেকে বেলা ২ টা পর্যন্ত বন্যা কবলিত ২ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতারণ করেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন-উর রশীদ, বিশেষ অতিথি হিসাবে সাতক্ষীরা সদর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশীদ,সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম,জেলা যুবলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম হোসেন,যুবলীগ নেতা আব্দুল আল মামুন,ছাত্রলীগ নেতা রাজীব ফাহাদ,শেখ সাদী,তানভীর কবির রবিন,মিঠুন ব্যানার্জী,আসাদুস জামান,আব্দুল বারীক, আশিকুর রহমান প্রমুখ।