শ্যামনগর

মুন্সিগঞ্জের জেলে পল্লীতে ১৫০টি পরিবারের মাঝে বেডস’র ত্রাণ বিতরণ

By daily satkhira

October 09, 2020

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ এনভায়রনমেন্্্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) এর আয়োজনে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে জেলে ও হত দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বেডস নির্মিত সাইক্লোন শেল্টার ও টেনিং সেন্টারে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ০৮ অক্টোবর ২০২০ ত্রাণের বিনিময়ে ম্যানগ্রোভ রোপন এই উদ্দেশ্যকে সামনে রেখে অর্থাৎ প্রত্যেকটি ত্রাণ গ্রহণকারী পরিবার ১০টি করে ম্যানগ্রোভ রোপনের শর্ত সাপেক্ষে এই ত্রাণ সামগ্রী গ্রহণ করে। ত্রাণ বিতরণের পূর্বে সকলের অংশগ্রহণে কুলতলী নদীর চরে ১৫০০ ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়। বিতরণকৃত ত্রাণের প্রতিটি বস্তায় ছিল ১৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি তেল, ৫ কেজি লবন, ১০টি মাস্ক ও ৫টি করে সাবান। একইসাথে কৃষি কার্যক্রম পরিচালনার জন্য কৃষকদের মাঝে বীজ ও সেলাই কার্যক্রম পরিচালনার জন্য ৪০ জন গ্রামবাসীর মাঝে প্রদান করা হয় সেলাই-এর সামগ্রী যেমন; বস্তা, সুঁচ, সুতা, মেশিন ওয়েল, ওয়েল পট, রঙ, কাপড়, দর্জি টেপ ইত্যাদি। দাতা সংস্থা গিভ টু এশিয়া-এর আর্থিক সহযোগিতায় ‘‘ঘুর্ণিঝড় আম্ফান ক্ষতিগ্রস্ত ও করোনা ভাইরাস ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকাবাসীর জন্য ত্রাণ ও পুনর্বাসন সহায়তা’’ নামের একটি প্রল্পের আওতায় এই কার্যক্রম গ্রহণ করা হয়। আম্ফানে ক্ষতিগ্রস্থ এবং হতদরিদ্র জেলে পরিবারের ১৫০টি সুন্দরবন উপকূলীয় দরিদ্র পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। এই ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বেডস্ এর প্রধান নির্বাহী মো. মাকছুদুর রহমান। এছাড়া এই কার্যক্রমে উপস্থিত ছিলেন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, বেডস্ এর হেড অফ একাউন্টস এ্যান্ড এইচ আর মো. আলামিন গাজী, মার্কেটিং অফিসার নুরুল আমিন অপু, পাবলিক রিলেশান অফিসার কপিল বিশ্বাস, প্রোগ্রাম অফিসার এম এ খালেক এবং মাঠকর্মী হরিপদ মন্ডল ও জয়দেব সরদার।