প্রেস বিজ্ঞপ্তি : সারাদেশে নারী-শিশু নির্যাতন,ধর্ষণ,নিপীড়ন, হত্যার প্রতিবাদে ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯ টায় সেবা সংসদের উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া বাজারে কদমতলা- বৈকারী সড়কে উক্ত মানববন্ধনে তিন শতাধিক নারী-পুরুষ ছাত্র-ছাত্রীর অংশ নেয়। মানববন্ধন শেষে একটি র্যালি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে ধর্ষক বিরোধী বিভিন্ন ধরনের মন্তব্য প্ল্যাকার্ডে লিখে প্রতিবাদ জানানো হয়।মানব বন্ধনে বক্তরা ধর্ষকদের ফাঁসি ও ক্রসফায়ারের মৃত্যু নিশ্চিত করার প্রয়োজনীয় আইন বাস্তবায়নের দাবী জানান। সারাদেশে নারী-শিশু নির্যাতন,ধর্ষণ,নিপীড়ন ও হত্যার প্রতিবাদে যখন দেশ উত্তাল ঠিক তখনই গ্রামীণ জনপদে সেবা সংসদ এমন একটি মানববন্ধনের আয়োজন করল। গ্রামের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ মানববন্ধনে অংশ নেয়। মানব বন্ধন থেকে তারা তাদের স্ব স্ব দৃষ্টিকোণ থেকে প্রতিবাদ জানায়। ধর্ষকের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত আইনে বিচার কার্য সমাপ্ত করার জন্য সরকারের প্রতি জোরালো দাবী জানান। মানববন্ধন বক্তব্য রাখেন সীমান্ত আদর্শ কলেজের সহকারী অধ্যাপক এসএম রজব আলী, প্রভাষক মইনুল ইসলাম,বাবুলিয়া বাজার কমিটির সভাপতি শওকত আলী, আগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ শামসুর রহমান, এডভোকেট খগেন ঘোষ, সেবা সংসদের আহবায়ক সারাই মোঃ কাওছার আলী, পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার সাহা, বাবুলিয়া জেএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমেশ চন্দ্র ঘোষ, ডাক্তার ইসরাইল হোসেন, মোঃ মহিবুল্লা, ডাক্তার শাহিনুজ্জামান প্রমূখ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার জুলফিকার আলী।