সাতক্ষীরা

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নারী-পুরুষের কণ্ঠে দৃপ্ত শপথ

By daily satkhira

October 10, 2020

নিজস্ব প্রতিনিধি : ‘রুখবো সহিংসতা…জয় করবো মানবতা’ স্লোগানে জেলা স্বেচ্ছাসেবী সমন্বয় ফোরামের উদ্যোগে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ মুক্তিযোদ্ধা চত্বরে অনুষ্টিত সভায় পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেন। সমাজের বিশিষ্ট ব্যক্তি, বেসরকারি সংস্থা, ছাত্র ও তরুণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের কয়েক শতাধিক সেচ্ছাসেবী এতে অংশ নেন। শপথ বাক্য পাঠ করেন কন্যা শিশু সাফানা ফারদিন দিঘী। জেলা স্বোচ্ছাসেবী ফোরামের আহবায়ক ফারুকুজ্জামান ডেভিডের সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড আবুল কালাম আজাদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, নারী নেত্রী ফারহা দিবা খান সাথী, স্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্ত, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, নারী নেত্রী জোন্স্যাৎ দত্ত, সিডিওর গাজী আল ইমরান, সুনামের এড. সোমনাথ ব্যানাজি, এড. সরদার সাইফ, সিডো’র শ্যামল বিশ্বাস, শেখ আমিনুর রহমান কাজল, আমরা বন্ধুর গাজী আসাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বোচ্ছাসেবী ফোরামের সদস্য সচিব মইনুল আমিন মিঠু ও ল’ইয়ার সাকিবুজ্জামান বাবলা। এ সময় বক্তরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবী করেন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নারী-পুরুষের কণ্ঠে দৃপ্ত শপথ নেন।##