সাতক্ষীরা

নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে মিডিয়া মোবিলাইজেশন সভা

By daily satkhira

October 11, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণে মিডিয়া ব্যক্তিদের সাথে মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় মাওয়া চাইনিজ রেষ্টুরেন্টে ব্র্যাকের সহযোগিতায় ও ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা অনুষ্ঠানে সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক মো. রোকনুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই’র এ্যাড. আবুল কালাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, ইয়ারব হোসেন, আমিনুর রশিদ, আসাদুজ্জামান সরদার প্রমুখ। সভা উদ্বোধন করেন ব্রাকের বিভাগীয় ম্যানেজার মো. সেলিম উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, এটিএন বাংলার এম. কামরুজ্জামান, দৈনিক দক্ষিণের মশাল’র সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, রবিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, আসাদুজ্জামান, এম.বেলাল হোসাইন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জমান টিটুসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ। বক্তরা বলেন, নারী ও শিশু নির্যাতনের আইন সম্পর্কে আমাদের জানতে হবে। স্কুল এবং গ্রামে গ্রামে যেয়ে ভিডিও ক্লিপের মাধ্যমে সবাইকে সচেতন হতে হবে। সম্প্রতিক ধর্ষনের ঘটনা নিয়ে সবাই উদ্বিগ্ন। সে কারণে সাধারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছে। সবাই এক সাথে রুখে দাড়ালে ধর্ষণ বন্ধ হবে। শিশুর যৌন হয়রানী, বাল্যবিবাহ, শিশু সুরক্ষা প্রভৃতি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ভিডিও ক্লিপ ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনা করা হয় এবং স্ব স্ব অবস্থান থেকে অংশগ্রহণকারীরা তাদের করণীয় বিষয়ে তুলে ধরেন। অনুষ্ঠান পরিচলনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম।