নিজস্ব প্রতিনিধি : “শিশুর সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ (৫-১১)এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে নিজস্ব মিলনায়তনে শিশু দিবস ও শিশু সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, শিশু একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য শেখ ফারুকুজ্জামান ডেভিড, কবি মোস্তাক আহমেদ শুভ্র, এনসিটিএফ জেলা কমিটির সভাপতি পূজা দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিশু একাডেমির প্রশিক্ষক জাকির হোসেন, নজিবুন্নেছা, ফারহানা খাতুন, হিসাব রক্ষক নাসির উদ্দীন, ই এল সি ডি পি প্রকল্পের তানভীর আরাফাত, ইকরামুল হাসান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এনসিটিএফ এর সাধারণ সম্পাদক সূজিত পাল। অনুষ্ঠান শেষে সপ্তাহ ব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের মাঝে পূরস্কার, কোভিড-১৯ প্রতিরোধে সচেতনামূলক হ্যান্ড বিল ও মাস্ক বিতরণ করা হয়।