সাতক্ষীরা

সাতক্ষীরা জজকোর্টের পিপি এড. লতিফের ঘুষ ও দূর্ণীতির প্রতিবাদে সমাবেশ ও স্মারকলিপি পেশ

By daily satkhira

October 14, 2020

নিজস্ব প্রতিনিধি :  সাতক্ষীরা জজকোর্টের পিপি এড. আব্দুল লতিফের নারী কেলেঙ্কারী, স্নাতক সনদ জালিয়াতি, পিপিশিপ দেওয়ার নামে ঘুষ গ্রহণ, নাশকতা মামলায় জড়িয়ে দেওয়ার নাম করে পুলিশ দিয়ে হয়রানি করে চাঁদাবাজিসহ বিভিন্ন দূর্ণীতির প্রতিবাদে সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী আইনজীবী পরিষদ। বুধবার সকাল ১০টায় তারা জজ কোর্টের শহীদ মিনার পাদদেশে সমাবেশ শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তঠা কামালের মাধ্যমে প্রধানমন্ত্রি বরাবর এ স্মারকলিপি পেশ করেন। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং সাবেক অতিরিক্ত পিপি এড. আজহার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক পিপি অ্যাড. ওসমান গণি, এড. জেড আই আব্দুল্লাহ আল মামুন, এড. রফিকুল ইসলাম, এড. সঞ্জয় রায় চৌধুরী, এড. সাহেদুজ্জামান সাহেদ প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ ওরফে খাটাল লতিফ বিডিআর এ চাকুরি করা কালিন যে স্নাতক সনদ সংগ্রহ করেছেন তা কাল্পনিক। বিডিআরে চাকুরি করে স্নাতক পাশ করার বিভাগীয় আইন নেই। তাই তার স্নাতক সনদ নিয়ে তদন্ত করার জন্য সাতক্ষীরার ছয় জন আইনজীবী জেলা আইনজীবী সমিতি, ঢাকা বার কাউন্সিলসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে। লতিফ পিপিশিপ দেওয়ার নামে এক আইনজীবীর কাছ থেকে নেওয়া ৭২ হাজার টাকার মধ্যে ১০ হাজার ও এক আইনজীবীর কাছ থেকে নেওয়া ২২ হাজার টাকা তাদের টেবিলে রেখে ফেরৎ দিয়েছেন। ওই টাকা আইনজীবী সমিতির সভাপতির কাছে জমা আছে। এ ছাড়া চুপড়িয়ার এক বিবাহিত নারী লতিফকে ছয় নং স্বামী হিসেবে দাবি করেন। তবে অনিয়ম ও দূর্ণীতির প্রতিবাদে সমাবেশের বিরুদ্ধে একই স্থানে গত ২৮ সেপ্টেম্বর সমাবেশ করে অ্যাড. আব্দুল লতিফ বলেছিলেন, ২৬ সেপ্টেম্বরসহ কয়েকবার এ্যাড. আজাহার হোসেন, অ্যাড ওসমান গণিসহ ৫/৬ জন ব্যক্তি আমার সুনাম ক্ষুন্ন করার জন্য একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন। আমি দায়িত্ব গ্রহনের পর থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছি। ইতিমধ্যে ১৩৬ টি গুরুত্বপূর্ন মামলার সত্যতা প্রমানিত হওয়ায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমি অন্যায়ের প্রতিবাদ করায় তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যারা নিজেদের দূর্ণীতি ঢাকতে আমার চরিত্রহনন করছে তাদের রেকর্ড প্রকাশ করা হবে। #