কালিগঞ্জ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কা‌লিগ‌ঞ্জে মতবিনিময় সভা

By daily satkhira

October 14, 2020

কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগ‌ঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই সভা অনু‌ষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা যথাযথ ভা‌বে পালনে মত‌বি‌নিময় সভায় বক্তব‌্য রা‌খেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপ‌জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বিষ্ণুপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল, নলতা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পুরঞ্জন স্বর্ণকার, ধলবাড়িয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোরামী প্রমুখ। মত‌বি‌নিময় সভায় বক্তাগন ব‌লেন, এ বছর উপজেলায় ৩৭‌টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামি ২২ অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হচ্ছে। করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা ও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ক‌মি‌টির দিক নির্দেশনায় স্বাস্থ্যবিধি মে‌নে সামাজিক দূরত্ব বজায় রেখে শারদীয় দূর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে জন‌্য সরকারি ভা‌বে বরাদ্দ চাউল ৫০০ কেজি ক‌রে মোট ২৩ মেট্রিক টন চাউল প্রদান করা হয়েছে। সভায় নারায়ণপুর পূজা মণ্ডপের প্রদীপ ঘোষকে সরকারি সহযোগিতা প্রদান করা হয়। সভায় উপজেলার বারোটি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক ও পূজা মন্ডপ এর সদস্যরা উপস্হিত ছিলেন। পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি আনসার-ভিডিপি’র সদস্যরা টহ‌লে থাকবে।