তালা

তালায় ১৮৩ টি পূজা মন্ডপের অনুকুলে সরকারি অনুদান বিতরণ

By daily satkhira

October 15, 2020

তালা প্রতিনিধি : আসন্ন শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরা তালা উপজেলা ১৮৩ টি পূজা মন্ডপের অনুকুলে সরকারী অনুদান বিতারণ করা হয়ছে। প্রতিটি পূজা মন্ডপে ৫০০ কেজি চাউল বিতারণ করা হয়।

বৃহস্পতিবার সকালে তালা সরকারী কলেজ হল রুমে উপজেলা প্রশাসন ও পূজা উদ্যাপন পরিষদ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে সরকারী অনুদান বিতারণ করা হয়।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ঘোষ সনৎ কুমার। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন চন্দ্র মজুমদার পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা সরকারী কলেজের প্রফেসর মনি মোহন মন্ডল,তালা থানার ওসি মো:মেহেদী রাসেল,পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াদিহ মুর্শেদ,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাপদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রনাব ঘোষ বাবুল,সাতক্ষীরা জেলার বাংলাদেশ হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু,জালালপুর ইউনিয়নের পূজা উদ্যাপন পরিষদ সভাপতি ইন্দ্রজিৎ দাস বাপী,তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন,খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান এস এম আজিজুর রহমান রাজু,খেশরা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু,মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান গনেশ দেবনাথ প্রমুখ।