আশাশুনি

শরাপপুরে ফুটবল টুর্নামেন্টে গাভাকে হারিয়ে ফাইনালে উঠল বাঁকড়া

By daily satkhira

October 15, 2020

আবু ছালেক: ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে,হাজারো দর্শকদের সমাগমে বুধবার বিকালে শরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় নক আউট ফুটবল টূর্ণামেন্টের সেমিফাইনাল খেলায় টাইব্রেকারে গাভাকে হারিয়ে বাঁকড়া ইউনাইটেড ক্লাব ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।খেলা পরিচালনা করেন অহিদুজ্জামান বাবু, আসাদুল হক ও বাবলু রহমান । ধারাভাষ্যে ছিলেন রমেশ দাশ ও জিমি । সার্বিক পরিচালনায় ছিলেন শরাপপুর অগ্রনী যুব সংঘ সদস্যবৃন্দ। শেষে অতিথি বৃন্দ এবং পরিচালক ও আয়োজক কর্তৃপক্ষ সেরা খেলোয়াড় নির্বাচিত করেন বাঁকড়া ইউনাইটেড ক্লাবের জাহাঙ্গীর আলমকে । খেলায় হাজার হাজার দর্শকদের সাথে মাঠে উপস্হিত থেকে চমকপ্রদ ফুটবল খেলাটি উপভোগ করেন ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান। বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক বাবু রাজ্যেশ্বর দাশ, সঞ্জয় কুমার দাশ,’ সহ শিক্ষক,রাজনৈতিক নের্তৃবৃন্দ,সামাজিক নের্তৃবৃন্দ,সাংবাদিক ও ইউ পি সদস্য গন। আগামী রবিবার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখমুখি হবে বাঁকড়া ও হাজীপুর ফুটবল একাদশ।ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য আয়োজক কর্তৃপক্ষ বিশেষ ভাবে আহবান করেছেন।বৃহস্পতিবার সন্ধায় ফাইনাল খেলা উপলক্ষে প্রস্ততি সভা করছে শরাপপুর অগ্রনী যুব সংঘ সদস্য বৃন্দরা।তবে ফাইনাল খেলাটি ব্যাপক চমকসৃষ্টি করবে এ জন্য উভয় দল দেশ বিদেশের খেলয়াড়দের অংশ গ্রহনে ফাইনাল খেলায় দর্শকদের মনমাতিয়ে তুলবে বলে আশা করছে কর্তৃপক্ষ।