সাতক্ষীরা

বিশ্ব খাদ্য দিবস উদযাপনে অনাবাদি জমিতে সবজি চাষ উদ্বোধন ও বীজ বিতরণ

By daily satkhira

October 16, 2020

নিজস্ব প্রতিনিধি :  বিশ্বখাদ্য দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কৃষিজীবী প্রাতিষ্ঠানিক শাখা সাতক্ষীরা জেলার উদ্যোগে অনাবাদি জমিতে বিষমুক্ত সবজি চাষ উদ্বোধন ও ফ্রি সবজি বিজ বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ অক্টোবর বিকাল ৩টায় সাতক্ষীরা সদর উপজেলার ১৪ নং ফিংড়ী ইউনিয়নের বিশ্বখাদ্য দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্মাননা পদকপ্রাপ্ত এডভোকেট আল মাহমুদ পলাশ। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কৃষিজীবী প্রাতিষ্ঠানিক শাখার সভাপতি শংকর মিস্ত্রীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ব্রজেন কুমার স্বর্ণকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোছাক সরদার, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী প্রাতিষ্ঠানিক শাখার সভাপতি আব্দুর রহমান, জেলা নির্বাহী সদস্য ডাঃ শহিদুল ইসলাম দুলু, কৃষিজীবী প্রাতিষ্ঠানিক শাখার সহ-সভাপতি খালেক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, নিরাপদ সরকার, প্রসাদ সরকার, আবু ছালেক, দেবব্রত ঢালী, বলাই সরকার, দিপংকর মিস্ত্রি, রূপা সরদার, সুকুমার ঢালী, আয়ুব আলী প্রমুখ। এসময়ে এড পলাশ করোনা মহামারী পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার অনাবাদি জমিতে ফসল চাষাবাদ সম্প্রসারনে সংগঠনের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে ফিংড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিষমুক্ত সবজি চাষ করার জন্য দলীয় সদস্যদের মাঝে মৌসুমী সবজির বিভিন্ন বীজ বিতরণ করা হয়।

১৬.১০.২০২০