দেবহাটা

দেবহাটা নারী নির্যাতন বন্ধে সমাবেশ অনুষ্ঠিত

By daily satkhira

October 17, 2020

দেবহাটা ব্যুরো : দেবহাটায় নারী নির্যাতন বিরোধী র‌্যালী ও আলোচনা সভায় খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মোঃ তোফায়েল আহাম্মেদ বলেছেন, পুলিশকে সহযোগীতা করুন, সকল অপরাধী আইনের আওতায় আসবে । সকলের সহযোগীতা ছাড়া সমাজ থেকে কোন অপরাধ নির্মূল করা সম্ভব না। পুলিশ জনগনের বন্ধু তাই পুলিশের কাজ সম্পন্ন করতে জনগনকে এগিয়ে আসতে হবে। সমাজ থেকে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা গেলে অপরাধ কমে আসবে। শনিবার (১৭অক্টোবর) উপজেলার নওয়াড়াপাড়া ইউনিয়নের আস্কারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেবহাটা থানার ব্যবস্থাপনায় ইউনিয়ন বিট কার্যালয়ের ব্যবস্থাপনায় নারী নির্যাতনের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (অপারেশন এন্ড ট্রাফিক) মোঃ তোফায়েল আহাম্মেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন মাদক, নারী নির্যাতন, ধর্ষণ, চোরাচালান রোধে পুলিশের পাশাপাশি আপনাদের সহযোগীতা অত্যান্ত জরুরী। তবে কেউ কোন ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। সমাজ থেকে নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধ সহ সকল প্রকার অপরাধ নির্মূলে কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছে পুলিশ। এসময় তিনি নারী নির্যাতনকারীদের হুশিয়ারী দিয়ে বলেন, এধরনের কোন অপরাধী আরে রেহায় পাবে না। আপনারা সচেতন হন, পুলিশকে সহযোগীতা করুন, তাহলে সকল অপরাধীদেরকে আইনের আওতায় আনা সম্ভব। আজ সারা দেশে মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশে বিট পুলিশিং সমাবেশ পালন করছে পুলিশ, তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে এবং সকেন্ড অফিসার ও নওয়াপাড়া বিট অফিসার এসআই নয়ন চৌধুরীরর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক তদন্ত উজ্জল কুমার মৈত্র, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুু, নওয়াপাড়া ইউনিয়ন কমিউনিটিং পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, ইউপি সদস্য আকবর আলী, আসমোতুল্লাহ গাজী আসমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আস্কারপুর আলিমিয়া কল্যাণ সংস্থার সভাপতি আকদাছ হোসেন মন্টু, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান, ইউপি সদস্যা আল্পনা অধিকারী, উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সদস্য আজমল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন, শিক্ষক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এরপরে প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে প্রত্যেক ইউনিয়নের বিট অফিসার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও তিন নম্বর ইউনিয়নের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার গাজী কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুল ইসলাম এর উপস্থিতিতে বক্তারা বলেন- মাদক, নারী নির্যাতন, ধর্ষণ, চোরাচালান রুধে পুলিশের পাশাপাশি জনগনের সম্পৃক্ততার আহব্বান জানান। প্রধান অতিথি বলেন সমাজে নারী নির্যাতন ও ধর্ষণ রুধে পুলিশের পাশাপাশি জনগনকে ও এগিয়ে আসতে হবে, পুলিশ জনগনের বন্ধু পুলিশ ও জনগন কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে চাই, কেননা মানুষের মস্তিষ্ক নৈতিক অবক্ষয়ের মাধ্যমে পচন ধরে গিয়ে, মানুষের মনমানষিকতা আজ অত্যন্ত নিম্নমানের হয়েছে। এ অবস্থা থেকে উত্তরনে আমাদের জনসচেতনতার বিকল্প নেই। এজন্যই আমাদের এ সমাবেশ ও বিট পুলিশিং কার্যক্রম। আজ সারা দেশে মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশে বিট পুলিশিং সমাবেশ পালন করছে পুলিশ, তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য/ সদস্য, শিক্ষক, ছাত্র/ছাত্রী, বিট পুলিশিং এর সদস্য, সমাজ সেবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।