সাতক্ষীরা

নির্বাচন না দিয়ে তালবাহানার অভিযোগ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন-১২৭৫ এর নেতৃবৃন্দের বিরুদ্ধে

By daily satkhira

October 17, 2020

নিজস্ব প্রতিনিধি :  বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালকের নির্দেশের পরও মেয়াদ উত্তীর্ণ কমিটির নির্বাচন না দিয়ে তালবাহানার অভিযোগ উঠেছে সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাক্টর,কাভার্ডভ্যান, ট্যাংকলরী(দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়ন রেজি: নং- খুলনা১২৭৫) এর বর্তমান কমিটির বিরুদ্ধে। ইউনিয়নের কতিপয় ব্যক্তি নির্বাচনের দাবিতে বিভাগীয় শ্রম দপ্তরে অভিযোগ দায়ের করলে পরিচালক ৪৫ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ দেন। কিন্তু বর্তমান কমিটি সে নিদের্শনা না মেনে তালবাহানা করে যাচ্ছেন বলে অভিযোগ করেন ইউনিয়নের সদস্যরা। জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু নির্বাচন অনুষ্ঠানের তারা কোন পদক্ষেপ গ্রহণ করেননি। দ্রুত নির্বাচনের দাবি জানালে তাদের হুমকি ধামকি প্রদর্শন করে দমিয়ে রাখার চেষ্টা করেন। উপায়ন্তর হয়ে ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালামসহ ১২ জন সদস্য নির্বাচনের দাবিতে রেজিষ্ট্রার্ড অব ট্রেড ইউনিয়ন খুলনা বরাবর লিখিত আবেদন করেন। সে আবেদনের প্রেক্ষিতে শ্রমদপ্তরের পরিচালক মিজানুর রহমান গত ৩১ সেপ্টেম্বর ২০২০ তারিখে ৪০.০২.০০০০.১০৩.৩৪.০১৯.২০-১১৫৫ নং স্মারকে আগামী ৪৫ দিনের মধ্যে ট্রেড ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেন। কিন্তু বর্তমান কমিটি সে নির্দেশ না মেনে উল্টো কার্যনির্বাহী কমিটির সভা আহ্বান করে আবুল কালামসহ উক্ত আবেদনের স্বাক্ষরকারি ১২জনকে উপস্থিত হওয়ার আহ্বান করেন। সভায় তাদের কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও তারা নির্বাচন না দিয়ে আরো একবছর ইউনিয়নের দায়িত্বে থাকার প্রস্তাব দেন। সে সময় সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম ও আব্দুল আজিজ বাবুসহ অনেকেই শ্রম দপ্তরের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানালোও তারা সে দাবি উপেক্ষা করে সভা ভুন্ডুল করে দেন। এতে উপস্থিত শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। উপস্থিত শ্রমিকরা অবিলম্বে নির্বাচনের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাক্টর,কাভার্ডভ্যান, ট্যাংকলরী(দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়ন রেজি: নং-খুলনা-১২৭৫) এর সাধারণ সম্পাদক সাহাঙ্গীর হোসেন শাহীনের ব্যবহৃত মোবাইল নাম্বারে শনিবার রাত ৮.৩৭ মিনিটে ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।