প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা কার্য নির্বাহী কমিটির আলোচনা সভা গত শনিবার সকাল ১০ টায় সংগঠনের জেলা কার্যালয়ে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি এডভোকেট আল মাহমুদ পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এ বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ জহির উদ্দিন মবু। বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, ইমাম হোসেন, এস এম শহিদুল ইসলাম ও শেখ আবজাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান, আসাদুজ্জামান লাবলু ও আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক আবু ইয়াসিন গাজী, মোছাক সরদার,আব্দুর রহমান ও বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাফিজ, অর্থ সম্পাদক ডাঃ এ আর হাবিব, প্রচার ও প্রকাশণা সম্পাদক আজহারুল ইসলাম সাদী, তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুল হক, মুক্তিযোদ্ধা সম্পাদক আকবর আলী, বন ও পরিবেশ সম্পাদক কিয়াম উদ্দীন গাজি, মহিলা সম্পাদক সাবিনা খান চৌধুরী,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক ডাঃ খলিলুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আয়শা খাতুন। আরো বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি ডাঃ আব্দুল কাদের, শিক্ষক প্রাতিষ্ঠানিক শাখা সাধারণ সম্পাদক প্রভাষক কিংকর মন্ডল, হোমিও চিকিৎসক প্রাতিষ্ঠানিক শাখার সাধারণ সম্পাদক ডাঃ নাছিম আহমেদ,আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি মনোরঞ্জন বন্ধ্যোপধ্যায়, ক্লিনিক ও ডায়াগনস্টিক প্রাতিষ্ঠনিক শাখার সাধারণ সম্পাদক সজীব ঘোষ, ভোমরা স্থল বন্দর প্রাতিষ্ঠানিক শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রমজান আলি, আশাশুনি উপজেলা সভাপতি মাষ্টার আবুল কালাম, দেবহাটা উপজেলা সভাপতি মহিউদ্দিন আহমেদ, পৌর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা সহ সভাপতি মুজিবর রহমান, আশাশুনি উপজেলা সাধরণ সম্পাদক গোপাল হালদার, জেলা সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও ইমরান হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক সঞ্জিত কর্মকার, সহ-মহিলা সম্পাদক মনিরা খাতুন, সহ-ত্রাণ সম্পাদক লুৎফর রহমান, সালেহা পারভীন, সারাফাত হোসেন, ডাঃ এম এ রাজ্জাক প্রমুখ। সভায় অনাবাদি জমিতে বিষমুক্ত সবজি চাষে বিশেষ অবদান রাখায় বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ কে জননেত্রী শেখ হাসিনা সন্মাননা পদক প্রদান করায় ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করে জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। সভায় বক্তারা বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়নে নানামুখি কর্মসূচি গ্রহণসহ মুজিববর্ষের কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট প্রবীর মূখার্জী। সভায় সংগঠনের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষকীর কেন্দ্রীয় কর্মসূচি সাতক্ষীরায় বাস্তবায়ন করার জন্য একটি উপ কমিটি গঠন সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।