সাতক্ষীরা

বঙ্গবন্ধুর জন্মশত উপলক্ষ্যে সাতক্ষীরায় প্রতিভা অন্বেষন প্রতিযোগিতা

By daily satkhira

October 19, 2020

বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা জেলা রোভারের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রতিভা অন্বেষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা দিবা নৈশ কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান। সাতক্ষীরা জেলা রোভারের সহ-সভাপতি এ এস এম আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা রোভারের কমিশনার সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, সম্পাদক এস এম আসাদুজ্জামান, সহকারী কমিশনার ইয়াছিন আলী, ডি আর এস এল জাহিদ হোসেন, রোভার নেতা ড. ফাহিমা খাতুন, মাহবুবা খাতুন, অঙ্কন কুমার মন্ডল, মনিরুজ্জামান মহাসিন, তৌহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, সাবেক রোভার রেবেকা সুলতানা, মোস্তাফিজুর রহমান, মঈনুল রহমান। প্রতিযোগিতায় প্রার্থনা সংগীত, কবিতা আবৃত্তি, নির্ধারিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, একক সংগীত, স্বরচিত কবিতা এবং প্রবন্ধ বিষয়ে প্রতিভা অন্বেষন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন কলেজের অধ্যক্ষ এ কে এম শফিকুজ্জামান। সার্বিক সহযোগিতায় ছিলেন, সাতক্ষীরা দিবা নৈশ কলেজের রোভার স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ। উল্লেখ্য : জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন। প্রেস বিজ্ঞপ্তি