সাতক্ষীরা

জাপান বাংলাদেশ রোবটিক্সের উদ্দ্যোগে “ডিজিটাল বিনির্মাণে সাতক্ষীরা” শীর্ষক একটি মতবিনিময় সভা

By daily satkhira

October 19, 2020

সাতক্ষীরা জেলাকে একটি ডিজিটাল জেলা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জাপান বাংলাদেশ রোবটিক্স এন্ড এডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টার এবং জেলা প্রশাসন সাতক্ষীরা এর যৌথ উদ্দ্যোগে সাতক্ষীরা জেলাপ্রশাসনের সাথে একটি মত বিনিময় সভা অনলাইনে আয়োজন করা হয়।মত বিনিময় সভাটি সোস্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে লাইভ সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে সভাপতি ছিলেন জাপান বাংলাদেশ রোবটিক্স এন্ড এডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারহান ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক এস, এম, মোস্তফা কামাল ৷ এছাড়াও অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ মাহদী-উজ-জামান, ম্যানেজার, সলিউশন আর্কিটেক্ট, আমাজন ওয়েব সার্ভিস, আমেরিকা, অধ্যাপক ড. শাহদাত হোসাইন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উপদেষ্টা জাপান বাংলাদেশ রোবটিক্স এন্ড এডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টার এবং ঔইজঅঞজঈ এর টেকনিক্যাল ডিরেক্টর আহসানুল আকিব। অনুষ্ঠানটিতে সঞ্চালক হিসেবে ছিলেন জেবিআরএটিআরসি এর সাতক্ষীরা প্রতিনেধি শাহীন মোস্তাক। ডিজিটাল সাতক্ষীরা বিনির্মাণে এই ধরনের হাই প্রোফাইল অনুষ্ঠান সাতক্ষীরায় প্রথম অনুষ্টিত হয়। অনুষ্ঠানের শুরুতে উক্ত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারহান ফেরদৌস তার প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন এবং সাতক্ষীরাকে কিভাবে ডিজিটাল করা যায় সে ব্যাপারে আলোচনা করেন। সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক মোস্তফা কামাল আশা প্রকাশ করেন যে তিনি সাতক্ষীরাকে ডিজিটালাইজড করতে JBRATRC এর সাথে কাজ করবেন। এছাড়াও আমাজনের ওয়েব সার্ভিস ম্যানেজার মোহাম্মদ মাহদী-উজ-জামান আলোচনা করেন কিভাবে হাইপার টেকনোলজির উপর দক্ষতা ছড়িয়ে দেওয়া যেতে পারে সাতক্ষীরা বাসীর মাঝে। প্রেস বিজ্ঞপ্তি