নিজস্ব প্রতিনিধি : জনতা ব্যাংক লিমিটেড এর সাতক্ষীরা এরিয়াধীন শাখা ব্যবস্থাপকদের সাথে বিভিন্ন ব্যবসায়িক সূচকের লক্ষমাত্রা অর্জন ও কোভিড-১৯ উপলক্ষে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাতক্ষীরা এরিয়া অফিসে মতবিনিময় করেন বিভাগীয় কার্যালয় খুলনার সদ্য পদোন্নতিপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মোঃ চয়নূল হক। সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের সাতক্ষীরার এরিয়া ইনচার্জ মোঃ জাকির হোসেন, এজিএম। মতবিনিময়কালে কোভিড পীড়িত আর্থিক খাতের সকলের হাতে সরকারের সদিচ্ছা অনুযায়ী আর্থিক সেবা যাতে পৌঁছে দেওয়া যায়, লক্ষ্যমাত্রা অর্জনের সাথে সাথে সে চেষ্টা গ্রহণের জন্যও ব্যবস্থাপকদের পরামর্শ দেন ব্যাংকটির জেনারেল ম্যানেজার, সেই সাথে তাঁর তরফ থেকেও সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন তিনি। এর আগে জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি পাওয়ায় মোঃ চয়নূল হক-কে উষ্ণ অভিনন্দন জানানো হয় সাতক্ষীরা এরিয়ার পক্ষ থেকে। এ উপলক্ষে কোভিড স্বাস্থ্যবিধি মেনে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদ্য পদোন্নতিপ্রাপ্ত জেনারেল ম্যানেজারের সুস্বাস্থ্য ও নির্বিঘœ জীবনযাত্রা কামনা করে দোয়া, তাঁকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা উপহার প্রদানের আয়োজন করা হয়। তাঁকে মিষ্টিমুখ করিয়েও পদোন্নতি উদযাপন করা হয়, মিষ্টিমুখ করিয়ে দেয় ছোট্ট মেয়ে সামিয়া রহমান প্রিয়ন্তী। এসময় বক্তব্য রাখেন জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া ইনচার্জ মোঃ জাকির হোসেন, সাতক্ষীরা কর্পোরেট শাখার এজিএম মোঃ রুকনুজ্জামান, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, সাতক্ষীরার পক্ষ থেকে সহসভাপতি ও জনতা ব্যাংক সুলতানপুর বাজার শাখার ব্যবস্থাপক মিন্টু কুমার সরখেল এবং সিবিএ সভাপতি একরামুল কবীর খান চৌধুরী। পরে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, সাতক্ষীরার সভাপতি ও জনতা ব্যাংক সাতক্ষীরা উপজেলা ক্যাম্পাস শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে জেনারেল ম্যানেজারকে পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।