দেবহাটা

দেবহাটা কৃষি অফিসারের কার্যালয়টি স্থানান্তর ও নতুন অফিস উদ্বোধন

By daily satkhira

October 21, 2020

দেবহাটা ব্যুরো:  প্রান্তিক কৃষকদের মাঝে সেবা সহজীকরণ করতে দীর্ঘ ৩৫ বছর পর ৩য় তলা থেকে নিচ তলায় স্থানন্তর পরবর্তী উদ্বোধন হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরের রাজস্ব বাজেটের অর্থায়নে কৃষি অফিসারের কার্যালয়টি স্থানান্তর ও সংস্কার পূর্বক নতুন অফিস বুধবারে (২১ই অক্টোবর) উদ্বোধন করা হয়। ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে অফিস উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাবেক কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, সাবেক উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, কৃষি অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদ, ইব্রাহিম খলিল, আফজাল হোসেন, আলাউর রহমান, আহম্মদ সাঈদ, মনিরুল ইসলাম, জাহিদুর রহমান প্রমুখ। উল্লেখ্য যে, উপজেলা পরিষদের ৩য় তলায় কৃষি অফিস হওয়ায় সেবা নিতে আসা কৃষকদের সিড়ি বেয়ে ওঠা নামা করতে কষ্ট হত। সে কারণে উপজেলা কৃষি অফিসার কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর যোগদানের পর বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারকে অবহিত করেন। পরবর্তীতে ৩য় তলার পরিবর্তে কৃষি অফিস নিচ তলায় স্থানন্তর করা হয়। এছাড়া নিচ তলা থেকে উপজেলা পরিসংখ্যন ও খাদ্য নিয়ন্ত্রকের কার্য্যালয়টি ৩য় তলায় স্থানন্তর করা হয়েছে।