আশাশুনি

আশাশুনিতে রাস্তা ও মন্দির পরিদর্শন

By daily satkhira

October 22, 2020

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা এলজিএসপি প্রকল্পের আওতায় সড়ক নির্মান প্রকল্পের কাজ ও পূজা মন্দির পরিদর্শন এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বাগালি কালভার্ট থেকে জেলেখালি মসজিদ পর্যন্ত তিন কিলোমিটার এলজিএসপি প্রকল্পের আওতায় সড়ক নির্মান কাজের অবস্থা, অগ্রগতি ও সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি কাজের গুণগত মান ও সঠিকতা সম্পর্কে প্রয়োজনীয় খোঁজখবর নেন। কাজ পরিদর্শন শেষে তিনি কাকবাসিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মাস্ক না ব্যবহার করায় কাকবাসিয়া গ্রামের জলিল সানার ছেলে জাকির হোসেনকে ৫০ টাকা জরিমাানা করেন এবং বাজারে আগত ক্রেতা সাধারণ ও ব্যবসায়ীদের মাস্ক পরিধান করার উপর গুরুত্ব আরোপ করেন। সবশেষে তিনি বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন। পৃথক পৃথক স্থানে এসময় পিআইও সোহাগ খান, অফিস সহকারি আব্দুর রশিদ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।