কেএম রেজাউল করিম দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান এমাদুল ইসলাম, কৃষি কর্মকর্তা জসীমউদ্দীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা বিষ্ণপদ, সমাজসেবা কর্মকর্তা হারুন আর রশীদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা এছমোআরা বেগম, সমবায় কর্মকর্তা জহুরুল ইসলাম, বিআরডিপি কর্মকর্তা ইসরাইল হোসেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী শিরিনা সুলতানা, বন কর্মকর্তা মিলন সরকার প্রমূখ। সভায় সকল সদস্যদের উপস্থিতে দেবহাটা উপজেলা কে এগিয়ে নিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে দেবহাটা উপজেলার শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, কৃষি, মৎস্য, সামাজিক ভাবে এগিয়ে নিতে প্রত্যেক দপ্তরের পক্ষ থেকে মতামত উপস্থাপনের পাশাপাশি উপজেলায় ভিক্ষুক মুক্ত, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ডিজিটাল হাজিরাসহ নানামুখী সিন্ধান্ত গ্রহণ করা হয়।