প্রেস বিজ্ঞপ্তি : সকল মানুষের জীবিকা, খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় ‘খাদ্য অধিকার আইন’ প্রণয়নের দাবিতে মাসব্যাপি খাদ্য অধিকার প্রচারাভিযানের অংশ হিসাবে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) বাংলাদেশ ও প্রগতিসহ স্থানীয় উন্নয়ন সংস্থাসমূহের আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশিষ্ট শিক্ষাবিদ ও ক্যাব সাতক্ষীরা জেলার উপদেশ্ঠা অধ্যক্ষ আবদুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, ‘স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. বদরুজ্জামান প্রমুখ। সভায় ‘জলবায়ু পরিষদ শ্যামনগর’, বাংলাদেশ ভিষণ, অর্জণ ফাউন্ডেশন, লাইট হাউজ কনসোটিয়াম, চুপড়িয়া মহিলা সমিতি, প্রথম আলো বন্ধুসভা, বরষা, ব্রেকিং দা সাইলেন্স, সবুজ ফাউন্ডেশন, সুন্দরবন ফা্ন্েডশনসহ স্থানীয় বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘প্রগতি’র প্রধান নির্বাহী ও দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী। সকাল ৯-৩০ মিনিটি সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে খাদ্য অধিকারের দাবীতে পোস্টার ফেস্টুন নিয়ে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সংহতি ঘোষনা করেন। পরে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী চত্বরে মানবন্ধন করেন, এখানে জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি অংশ নিয়ে একাত্বতা ঘোষনা করেন। পরে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।