আশাশুনি

দরগাহপুরে “জমি আছে ঘর নেই” প্রকল্পের কাজ পরিদর্শনে জনপ্রশাসন সচিব

By daily satkhira

October 25, 2020

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুরে “জমি আছে ঘর নেই” প্রকল্পের অধীনে নির্মানাধীন গৃহের নির্মান কাজ পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউছুফ হারুন। রবিবার সকালে তিনি নিজ জন্মভূমি দরগাহপুরে এসে সর্বপ্রথম তার পিতামাতার কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করেন। এরপর প্রকল্পের নির্মানাধীন গৃহের নির্মান কাজ সরোজমিনে পরিদর্শন করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল নাগরিকে বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে জমি আছে ঘর নেই এমন পরিবারকে গৃহ নির্মান করে দেওয়া এবং “জমি নেই ঘর নেই” এমন পরিবারকে খাস জমি প্রদান ও গৃহ নির্মান করে দেওয়ার ঘোষণা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় আশাশুনি উপজেলার দরগাহপুরে “জমি আছে ঘর নেই” এমন পরিবারকে গৃহ নির্মান করে দেওয়ার কাজের অগ্রগতি পরিদর্শন করেন জনপ্রশাসন সচিব। একই সাথে “মুজিব বর্ষের অঙ্গীকার, গৃহহীন থাকবে না কেউ আর” ও আশ্রয়ণের অধিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’” এই লক্ষ্যকে সামনে রেখে তার নিজস্ব অর্থায়নে জমি আছে ঘর নেই দরগাহপুর ইউনিয়নের এমন দু’টি দুস্থ পরিবারের জন্য নির্মিত দু’কক্ষ বিশিষ্ট ঘর এর নির্মান কাজ পরিদর্শন করেন। এরপর তিনি দরগাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও দরগাহপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল সংলগ্ন টেকনিক্যাল ইনস্টিটিউট এর জমি অধিগ্রহনের জায়গা পরিদর্শন করেন তিনি। সবশেষে তিনি দরগাহপুর ইউনিয়ন পরিষদে যান এবং সেলাই মেশিন বিতরণ করেন। এরপর বিকাল তিনটায় তিনি খুলনার উদ্দেশ্যে রওনা হন। পরিদর্শনকালে প্রশাসক এস এম মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, থানার অফিসার ইনচার্জ গোলাম কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শোহাগ খান, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, দরগাহপুর রহমানিয়া জামে মসজিদের সভাপতি শেখ মতলুবর রহমান, প্রধান শিক্ষক দরবেশ-ই-রসুল, দক্ষিন বাংলা অনলাইন পোর্টাল-এর সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক প্রমুখ উপস্থিত ছিলেন।