শ্যামনগর

শ্যামনগরে অতিদরিদ্রদের মাঝে সহায়তা প্রদান উদ্বোধন

By daily satkhira

October 25, 2020

শ্যামনগর অফিস : শ্যামনগরে প্রসপারিটি প্রকল্পের আওতায় কোভিট ১৯ এর ফলে চরম খাদ্য সংকটে থাকা অতিদরিদ্রদের খানায় জরুরী সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন- সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের পরিচালক লুৎফর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- জননেত্রী শেখ হাসিনা কোভিড-১৯ এর মোকাবেলায় সাহসী ভূমিকা নিয়ে কার্যক্রম পরিচালনা করেছেন, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের মত অন্যান্য এনজিওরা অতিদরিদ্রদের মাঝে সহায়তা প্রদান করলে অতিদরিদ্রদের অনেক কষ্ট লাঘব হবে। এনজিএফ এর পরিচালক লুৎফর রহমান জানান- ৫ বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় উপজেলার সুন্দরবন উপকূলীয় গাবুরা ইউনিয়নের মধ্যে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে সাতশত পরিবারকে তিন মাসে নয় হাজার টাকা প্রদান করা হবে এবং পরবর্তী উপজেলার অন্যান্য ইউনিয়নে এই কার্যক্রম চালু করা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনজিএফ এর মাইক্রোফিন্যান্সের পরিচালক মোঃ আলমগীর কবীর।