সাতক্ষীরা

সাতক্ষীরা পৌরসভার ওয়াস ব্যবসায়ীদের পণ্য উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ

By daily satkhira

October 28, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ওয়াস ব্যবসায়ীদের পণ্য উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। শহরের একটি কমিউনিটি সেন্টারে দিন ব্যাপী তথা ২৮ অক্টোবর ২০২০ তারিখে অনুষ্ঠেয় প্রশ্ক্ষিণের উদ্বোধন করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার। প্রশিক্ষণ প্রদান করেন অত্র সংস্থার সাতক্ষীরা ফিল্ড অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম খান ও মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত। প্রশিক্ষণের মাধ্যমে ওয়াস ব্যবসায়ীগণ তাদের ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য উন্নয়ন (প্রোডাক্ট প্রোমোশন) সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে তাদের ব্যবসাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রশিক্ষণে ব্যবসায়ীরা বিগত সময়ে কী কী নতুন পণ্য উৎপাদন করেছেন ও কী কী পণ্য উৎপাদনের সম্ভাবনা সে বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বিগত বছরে পণ্যের প্রচার ও প্রসারে কী কী পদ্ধতি ও টুলস ব্যবহার করেছেন এবং এবং আরো কী কী করা যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পণ্য উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়ীরা ক্রেতার চাহিদা অনুযায়ি পণ্য উৎপাদন ও তার উৎপাদিত পণ্য যথাযথভাবে বাজরাজাতকরণ করতে পারবেন। ক্রেতার চাহিদা অনুযায়ি পণ্য উৎপাদন, প্রচারের মাধ্যমে ক্রেতাকে আকৃষ্ট করে পণ্য বিক্রয় করার প্রতি জোর প্রদান করা হয়। ক্রেতাকে আকৃষ্ট করা, বিক্রয় বৃদ্ধি করা, জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা ও বাজারের প্রসার করা। ক্রেতা কেন্দ্রিক তথা বৃদ্ধ, শিশু ও প্রতিবন্ধিদের জন্য ভিন্ন ভিন্ন পণ্য ও ক্রেতা কেন্দ্রিক ্পণ্য উন্নয়নের পদ্ধতি সমুহ নিয়ে আলোচনা করা হয়। জলবায়ু, দুর্যোগ ও পরিবেশসহনশীল পণ্য উৎপাদন ও বাজারজাতকরনের কৌশল সম্পর্কে আলোচনা করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়ীগণ তাদের নিজ নিজ ব্যবসাকে আরো অধিকতর সফলতার সহিত পরিচালনা করতে পারবেন বলে হোপ ফর দি পুওরেষ্ট বিশ^াস করেন। ব্যবসায়ী ও সাতক্ষীরা পৌরসভা ওয়াস সমবায় সমিতির সম্পাদক সমিত ঘোষ, স্যানিটারী ন্যাপকিন ব্যবসায়ী জেসমিন আরা, মোছাঃ রাবেয়া খাতুন, মোঃ আলফাজ উদ্দিন, রমেছা, মনোয়ারা, মোঃ ফারুক, আবু ছালেক, সালাম, হাফিজ, পবিত্র, শাহিন, রজব ও রমজানসহ অন্যান্য ওয়াস ব্যবসায়ী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।