কালিগঞ্জ

কাঁক‌শিয়ালী নদীতে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ

By daily satkhira

October 29, 2020

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ কালিগঞ্জের কাঁকশীয়ালি নদীতে এক জেলের জালে প্রায় ৩০ কেজি ওজনের দুর্লভ প্রজাতির একটি মাছ আটকা পড়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চিত্তরঞ্জন মন্ডল ওর‌ফে (মঙ্গল) নামের জেলের বেইনজালে মাছটি ধরা পড়ে। পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের নিকট নিয়ে আসলে খাওয়ার উপযোগী না হওয়ায় তিনি মাছটি মা‌টি‌তে পু‌তে ফেলার নির্দেশনা দেন। এর অাগে মাছ‌টি ধরা পড়ার পর বিশাল দেহী ও বৃত্তাকার মাছটি দেখার জন‌্য বাড়িতে উৎসুক জনতার ভিড় জ‌মে। এ বিষয়ে জেলে চিত্তরঞ্জন মন্ডল (মঙ্গল) বলেন, কাঁকশিয়ালী নদীর ঘোষখালী চেটাপুকুর এলাকার নদী‌তে দীর্ঘ‌দিন যাবৎ মাছ ধ‌রেন তি‌নি। অাজ সকা‌লে তার জা‌লে মাছটি ধরা প‌ড়ে। পরে সেটি বাড়িতে নিয়ে আসি। প‌রে স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার ও গ্রাম পুলিশদের মাধ্যমে মাছটি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম মাছের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বিষয়‌টি অা‌মি শু‌নে‌ছি বিরল প্রকৃ‌তির মাছ ধরা প‌ড়ে‌ছে।