সাতক্ষীরা

সাতক্ষীরায় জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

By daily satkhira

October 31, 2020

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দৈনিক ‘দক্ষিণের মশাল’ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে সাতক্ষীরার তালা, কলারোয়া ও শ্যামনগর উপজেলায়ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সাতক্ষীরা জেলা কমিটির আলোচনা সভায় জেলা জাসদ সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরি কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মÐলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, জেলা কমিটির সদস্য রেহানা খাতুন হেনা, সদস্য আশরাফ কামাল প্রমুখ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদের দপ্তর সম্পাদক তৌহিদ লস্কর, জাসদ নেতা আবদুল জব্বার, এড ইকবাল লোদী, আশাশুনি উপজেলা কমিটির আহবায়ক সাহিদুল ইসলাম রুবেল, ইয়াকুব গাইন, জাতীয় যুবজোট জেলা কমিটির সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা সভাপতি অনুপম কুমার অনুপ, সাধারণ সম্পাদক এস এম আবদুল আলীম প্রমুখ।

সুশাসনের দাবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা চলাকালীন সভায় যোগ দেন সরদার কাজেম আলী, অধ্যাপক ইদ্রিস আলী, সুধাংশু সরকার, এড খগেন্দ্র নাথ, দিদারুল আলম হেলাল প্রমুখ।

আলোচনা সভায় বক্ত্যরা বলেন, দুর্নীতি-লুটপাট-অন্যায়-অনাচার-অবিচারের অবসান করে সুশাসন নিশ্চিত করতে হবে। বৈষম্য-অসমতার অবসান করে সংবিধান নির্দেশিত সমাজতন্ত্রের পথে এগিয়ে আসা এখন সময়ের দাবি। সার্বজনীন সামাজিক নিরাপত্তা, জনস্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও ইন্টারনেট ব্যাবহারের সুযোগকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করতে হবে।

বক্তারা এসময় দুর্নীতিবাজ-লুটেরা-গুÐা-ধর্ষক-অপরাধীদের সাথে রাজনৈতিক নেতা ও পুলিশ প্রশাসনের অসৎ অফিসারদের সন্ধি ভেঙ্গে দেওয়ার জোর দাবি জানিয়ে বলেন, সর্বস্তরে শুদ্ধি অভিযান শুরু করতে হবে। সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ জোরদার করতে হবে। রাজনৈতিক ও সামাজিক শান্তি বজায় রাখতে ধর্মভিত্তিক রাজনীতি, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মুল করতে হবে। আলোচনা সভা থেকে যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখার আহবান জানানো হয়। তালা: এদিকে জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাটকেলঘাটার স.ম আলাউদ্দিন চত্ত¡রে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা জাসদের সভাপতি বিশ^াস আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মোসলেম উদ্দিন, কুমিরা ইউনিয়ন জাসদের সভাপতি শেখ নুরুল ইসলাম, খলিশখালি ইউনিয়ন সভাপতি মোল্যা আবদুর রাজ্জাক, সরুলিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু মুছা, শেখ আসাদুল ইসলাম প্রমুখ। কলারোয়া: জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলারোয়ারর পাবলিক ইন্সটিটিউটে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রাজ্জাকের পরিচালনায় অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ নেতা মো. মুনসুর আলী, আবদুল হাকিম, রেজাউল ইসলাম প্রমুখ।

শ্যামনগর: নাগরিকদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাসদের পতাকাতলে সমবেত হওয়ার আহŸান জানানোর মধ্য দিয়ে দলের ৪৮ তম জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে শ্যামনগর উপজেলা জাসদ।

শ্যামনগর উপজেলা জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা শেখ হারুন-অর-রশিদের সভপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম কামরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ শ্যামনগর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুন-অর-রশীদ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কৃষক জাটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা জাসদের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফ, সহ-সভাপতি আলতাফ হোসেন মোড়ল, ঈশ^রীপুর ইউনিয়ন জাসদের সভাপতি মোড়ল লিয়াকত আলী, রমজাননগর ইউনিয়ন সভাপতি জি.এম রফিকুল ইসলাম প্রমুখ।