সাতক্ষীরা

সাতক্ষীরা আইনজীবী সমিতির সভা: তিনটি মামলায় আসামী- ৪৪

By daily satkhira

November 01, 2020

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার এড. আশরাফুল আলমের বাড়ির ফটক ভাঙচুর, চারজনকে পিটিয়ে জখম ও ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে রোববার দ্রুত বিচার আইনসহ তিনটি মামলায় ৪৪জনকে আসামী করা হয়েছে। দ্রুত বিচার আইনে অ্যাড. আশরাফুল আলমের দায়েরকৃত মামলায় মুখ্য বিচারিক হাকিম মোঃ হুমায়ুন কবীর আসামীদের সমন ও অ্যাড. ফকরুল আলম বাবুর দায়েরকৃত মারপিট ও চাঁদাবাজির পৃথক মামলায় আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানরা জারির নির্দেশ দিয়েছেন। এদিকে, শহরের পলাশপোলে ও সদর উপজেলার দেবনগরে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও পৃথক ঘটনায় ভাঙচুর ও দু’ আইনজীবীসহ ৪ জনকে পিটিয়ে জখম ও জমি দখলের ঘটনায় জেলা আইনজীবী সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় সমিতির নিজস্ব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজামের পরিচালনায় বক্তব্য দেন ভুক্তভোগী সিনিয়র আইনজীবী এড. আশরাফুল আলম, এড. আবুল হোসেন, এড. আব্দুল মুজিদ, এড. সম সালাউদ্দিন, এড. গোলাম মোস্তফা, এড. আলাউদ্দিন আহমেদ, এড. মোস্তফা অঅসাদুজ্জামান দিলু, এড. শেখ আব্দুস সাত্তার, এড. ইউনুস আলী, এড. সরদার আমজাদ হোসেন, এড. রেজওয়ানউল্লাহ সবুজ, এড. রফিকুল ইসলাম প্রমূখ। এড. আশরাফুল আলম শুক্রবার সকাল ৯টার দিকে প্রতিপক্ষরা যেভাবে তার বাড়ির লোহার দরজা ও প্রাচীর ভেঙে ফেলে ১৫ অক্টোবর আদালতের নিষেধাজ্ঞা থাকা জমিতে জবরদখলের চেষ্টা চালিয়ে তার আইনজীবী ভাইসহ চারজনকে পিটিয়ে জখম করেছে তার বর্ণনা দেন। শুক্রবার রাতে হামলাকারীরা ভেঙে ফেলা প্রাচীরের সকল ইট নিয়ে গেলেও শনিবার রাতে আবার নতুন প্রাচীর বানিয়ে দিয়েছে বলে জানান তিনি। এ সময় তিনি কেঁদে ফেলেন। ন্যায় বিচার পাওয়ার জন্য আইনজীবী সমিতির সকল সদস্যদের কাছে আকুল আবেদন সভা শেষে থানায় অথবা আদালতে মামলা করার পর পুলিশ এক সপ্তাহের মধ্যে আসামীদের গ্রেপ্তার না করলে আইনজীবী সমিতি কঠোর কর্মসুচি দেবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে রফিকুল ইসলামের দায়েরকৃত মামলার আসামীদের গ্রেপ্তারের ব্যাপারে সাত দিন সময় দেওয়া হয়। এদিকে ত্রাস সৃষ্টি করে বাড়ির ফটক ও প্রাচীর ভাঙচুরের ঘটনায় এড. রফিকুল ইসলাম আশরাফুল আলম বাদি হয়ে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে ১৮জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় একটি মামলা দায়ের করেছেন। বিচারক হুমায়ুন কবীর আসামেিদর বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়ে আগামি বুধবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আশরাফুল আলমের এক আইনজীবী ভাইসহ চারজনকে পিটিয়ে জখমের ঘটনায় হাফিজুর, জাহাঙ্গীর ও রবিউল ইসলামসহ ১৮ জনের বিরুদ্ধে এড. রফিকুল ইসলাম এড. ফকরুল আলম বাবুর দায়েরকৃত মামলাটি ও ১০ লাখ টাকার চাঁদা দাবিতে হাফিজুর, জাহাঙ্গীর ও রবিউলসহ আটজনের বিরুদ্ধে দায়েরকৃত পৃথক মামলা দু’টিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন মুখ্য বিচারিক হাকিম মোঃ হুমায়ুন কবীর।